Thikana News
২৬ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৬ জুলাই ২০২৫

বউভাতে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ১০

বউভাতে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ১০ ছবি সংগৃহীত
বরগুনার আমতলীতে বউভাতে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই মাইক্রোবাসে কনেবাড়ির যাত্রী ছিলেন ১৬ জন।

শনিবার (২২ জুন) দুপুরে আমতলী উপজেলার ৫ নং চাওড়া ইউনিয়ন এবং ৪ নং হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাইক্রোবাসটি এখনো পানির নিচে।

আমতলী ও তালতলী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আহত ৫ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজদের খুঁজে পেতে অভিযান অব্যাহত আছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স