দূর অজানায়
হারিয়ে যাই যদি কখনো আমি
খোঁজো নাকো মোরে,
হারিয়ে যাব আমি দূর অজানায়,
পাবে না আমায় কভু
কোনো ঠিকানায়।
পেয়েছি জীবনে যা
তা-ই সঙ্গে নিলাম,
জানি না কতটুকু
আমি দিয়ে গেলাম।
থাকব একা আমি
বসে নিরালায়,
খোঁজো নাকো কখনো
পাবে না আমায়।
সুখে থেকো চিরকাল
নিজের আপন আলয়
আমিও ভালো আছি
অন্ধকার আর আলোয়।
 
                           
                           
                            
                       
    
 
 


 মিজানুর রহমান মিজান 
                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
