Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

সাদিক অ্যাগ্রোসহ ৬০ স্থাপনা উচ্ছেদ

সাদিক অ্যাগ্রোসহ ৬০ স্থাপনা উচ্ছেদ ছবি সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রামচন্দ্রপুর খালের মধ্যে থাকা সাদিক অ্যাগ্রোসহ ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উচ্ছেদ করার পর আটক মালামাল ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

ডিএনসিসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৬০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে প্রায় ১০ বিঘা ভূমি উদ্ধার করা হয়েছে। ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ও ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।

এ সময় ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মাদ মাহে আলম ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।

উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনার তালিকায় রয়েছে সাদিক অ্যাগ্রো ছাড়াও বেশ কিছু বসতঘর, দোকানপাট, রেস্টুরেন্ট, কাঠের মিল ও রাজনৈতিক দলের অফিস।

ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জানান, আগামী তিন দিন এই উচ্ছেদ কার্যক্রম চলবে। ইতিমধ্যে খালের যে অংশ ভরাট করা হয়েছিল, সেটি খনন-প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স