এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ। রোববার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। তবে এদিন রাজধানীতে সকাল থেকে আকাশ মেঘলা । সকাল পৌনে ৮টা থেকে ৮ টায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রাজধানীর কিছু এলাকায় যেমন এয়ারপোর্ট, মহাখালী, ফার্মগেট, আগারগাঁও, কাওরান বাজার, মগবাজার, সিদ্ধেশ্বরী, খিলগাঁও, বাসাবো, গুলিস্তানে বৃষ্টি হয়েছে।
এতে কিছু সড়কে যানচলাচল কম ছিল। ফলে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। আবার কিছু কিছু এলাকায় বৃষ্টি কমলেও রাস্তায় তীব্র যানজট দেখা গেছে। খিলগাঁও ফ্লাইওভার ও আশপাশের এলাকায় দীর্ঘসময় যানজট লেগে ছিল।
কাওরান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বাসাবো বৌদ্ধমন্দির এলাকার ফজলুল হক। তিনি বলেন, আমি বাসাবো থেকে সকাল সাড়ে ৮টায় রওনা দিয়েছি। কিন্তু পৌনে ১০টা বেজে গেলেও খিলগাঁও পার হতে পারিনি।
বৃষ্টি ও যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রী ও অফিসগামীদের।
ওদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা। সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় ভিজে ভিজেই কেন্দ্রে যেতে দেখা যায় তাদের।
আগারগাঁও ষাটফিট এলাকায় বৃষ্টির কারণে যানবাহন কম ছিল। ফলে পরীক্ষার্থী ও অবিভাবক ও কর্মজীবীদের গাড়ির অপেক্ষায় থাকতে দেখা গেছে দীর্ঘসময়। কেউ কেউ বৃষ্টিতে ভিজে, হেঁটেই রওনা দিয়েছেন।
সিএনজি ও রিকশা ভাড়া চাওয়া হচ্ছে দ্বিগুণ- তিনগুণের চেয়েও বেশি। ফার্মগেটে কথা হয় এক নারীর সঙ্গে। আসমা আক্তার নামের ওই নারী মগবাজারে এক ক্লিনিকে চাকরি করেন। বললেন, বৃষ্টির কারণে ঠিকমতো বাসেও উঠতে পারছি না। আবার সিএনজি বা রিকশা নেব তারও উপায় নেই। দু একটা ফাঁকা পেলেও ভাড়া চাওয়া হচ্ছে কল্পনার বাইরে। তার আশে পাশে বেশ কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীদের গাড়ির অপেক্ষায় থাকতে দেখা যায়।
এদিকে আজ রোববার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৯ টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি(ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।
ঠিকানা/এসআর