Thikana News
২৬ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৬ জুলাই ২০২৫

পাকিস্তানে কারাগার ভেঙে পালাল ২০ আসামি

পাকিস্তানে কারাগার ভেঙে পালাল ২০ আসামি ছবি সংগৃহীত
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি কারাগার ভেঙে অন্তত ২০ জন আসামি পালিয়ে গেছে। এ ছাড়া পালানোর সময় ‘ক্রসফায়ারে’ একজন নিহত হয়।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৭ মাইল) দক্ষিণে রাওয়ালাকোট শহরের পুঞ্চ জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

রোববার (৩০ জুন) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

রোববার আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বদর মুনির বলেন, ‘কয়েদিদের কাছে একটি রিভলবার ছিল। তারা এটি দিয়ে একজন সেন্ট্রিকে জিম্মি করে।’

মুনির আরও বলেন, ‘তারা এই রিভলবারটি কারাগারের কর্মকর্তাদের কাছে থেকে জব্দ করেছে নাকি বাইরে থেকে নিয়ে এসেছে, তা এখনো স্পষ্ট নয়।’

কাশ্মীর কারাগারের মহাপরিদর্শক ওয়াহেদ আলী গিলানি বলেন, ‘মোট ২০ জন কারাগার থেকে পালিয়ে গেছে। এর মধ্যে ক্রসফায়ারে একজন নিহত হয়েছে। আর ১৯ জন পলাতক রয়েছে।’

রিয়াজ মুঘল নামে স্থানীয় এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘পুলিশ রাওয়ালকোটের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার জন্য পয়েন্টগুলো অবরুদ্ধ করে রেখেছে। আর পলাতক আসামিদের খুঁজে বের করতে অভিযান চলছে।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স