বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আসন্ন ভারত বিশ্বকাপের পর এই সফরে যাবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হওয়া বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের প্রথমটি ১৭ ডিসেম্বর ডানেডিনে খেলবে দল দুটি।
এছাড়া সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর। ভেন্যু যথাক্রমে নেলসন এবং নেপিয়ার। পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটির ভেন্যু নেপিয়ার। পরের দুটি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি-
১ম ওয়ানডে : ১৭ ডিসেম্বর, ভেন্যু: ডানেডিন
২য় ওয়ানডে : ২০ ডিসেম্বর, ভেন্যু: নেলসন
৩য় ওয়ানডে : ২৩ ডিসেম্বর, ভেন্যু: নেপিয়ার
১ম টি-টোয়েন্টি : ২৭ ডিসেম্বর, ভেন্য: নেপিয়ার
২য় টি-টোয়েন্ট : ২৯ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা
৩য় টি-টোয়েন্টি : ৩১ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা