Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
তিন বিয়ে ফাঁস

চমকের সামনে মুখ দেখাতে পারছেন না নাসির

চমকের সামনে মুখ দেখাতে পারছেন না নাসির ছবি সংগৃহীত
গত মাসের শেষ দিকে বিয়ে করেন টিভি নাটকের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ৯ টাকা দেনমোহরে ব্যবসায়ী আজমান নাসিরের সঙ্গে একটি মাদ্রাসায় বিয়ে হয় চমকের। বিয়ের খবর প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে এই নায়িকা। বিয়ের পরপরই খবর ছড়ায়, চমকের আগে আরও দুটি বিয়ে করেছেন আজমান নাসির। এবার একাধিক বিয়ের কথা নিজেই স্বীকার করলেন চমকের স্বামী। এক ভিডিওবার্তায় নাসির জানান, আগের স্ত্রীদের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই চমকের সঙ্গে সম্পর্ক হয় তার।

৩ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওবার্তায় আজমান নাসির বলেন, ‘ডিভোর্সের অনেক পরে চমকের সঙ্গে আমার পরিচয়। চমক আমার অতীত সম্পর্কে জানতেও চায়নি। সে আমাকে ভালোবেসেছে, আমি তাকে ভালোবেসেছি। ইসলামি শরিয়ত মেনেই বিয়ে করি।’

বিয়ে করে অপরাধ করেননি মন্তব্য করে নাসির বলেন, ‘আমার দুইটা ডিভোর্স হওয়ার পরে চমককে বিয়ে করেছি—এটা কি আমার অপরাধ? এখন তো মানুষ বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে। আমি তো এটা করিনি। আমি বিয়ে করেছি। তবুও আপনারা (সংবাদমাধ্যম) যেভাবে নিউজ করেছেন, মনে হয় না আমরা আর বেশি দিন সুখে-শান্তিতে থাকতে পারব। আপনারা যেভাবে বলছেন, ৯ দিনও থাকবে না সংসার। আপনারা কি এটাই চান? এটাই কি সমাধান?’

আগের দুই বিয়ের খবর প্রকাশের পর চমকের সামনে দাঁড়াতে পারছেন না বলে জানান আজমান নাসির। তিনি বলেন, ‘আমার কুৎসিত অতীত কখনোই চমকের সামনে আনতে চাইনি। সব সময় চেয়েছি আমার অতীত থেকে চমককে দূরে সরিয়ে রাখতে। কিন্তু আপনাদের এমন নিউজের কারণে বারবার তার সামনে আমার অতীত চলে আসছে। আমি তাকে মুখ দেখাতে পারছি না। এমন নিউজের পর থেকে চমকের সামনে দাঁড়াতে পারিনি।’

এদিকে আজমান নাসিরের ভিডিওবার্তাটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে চমক লিখেছেন, ‘আই অ্যাম সরি, আজমান নাসির।’

জানা গেছে, ২০০৮ সালে সামান্তা ইসলামকে প্রথম বিয়ে করেন আজমান নাসির। ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। তবে ২০১৬ সালেই সেই সংসার ভেঙে যায়। এরপর ২০১৮ সালে লামিয়া ফারহিনকে বিয়ে করেন নাসির। সেই সংসারও বেশি দিন টেকেনি। অবশেষে গত মাসে টিভি অভিনেত্রী চমককে বিয়ে করেন তিনি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স