অস্পষ্ট পৃষ্ঠাগুলো বার্ধক্যে;
ওখানে তামাটে রঙে পরিত্যক্ত স্বপ্ন
নখের আঁচড়ের কালশিটে দাগ,
আর ছিন্নভিন্ন বস্ত্রে কিশোরী ঘ্রাণ।
কলঙ্কিত হয় সমাজের বিধিমালা;
সুগন্ধির আড়ালে সমাজপতির চরিত্র
হিংস্র পোষ্যবর্গ সুশীলের ছায়ায় নিমগ্ন,
অথচ সেদিনের কিশোরীটি অপাঙক্তেয়।



তুহীন বিশ্বাস


