মনকে বলি সেই পুরোনো
মনের গলি মাড়াসনে,
স্মৃতির নদে ভাসিয়ে ভেলা
দুখের দহন বাড়াসনে!
মনকে বলি আজ থেকে আর
পেছন ফিরে তাকাসনে,
এই যে দিলাম নির্মল এক
উদার খোলা আকাশ-নে!
‘রাতের শেষে আলোর সকাল’
দেখ মিলিয়ে প্রবাদ-ধরে,
মন শোনে না মনের কথা
মন বুঝি হয় অবাধ্য রে!



উৎপলকান্তি বড়ুয়া


