Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

মেঘবালিকা

মেঘবালিকা
ও মেঘবালিকা
যেয়ো না একা,
ঝরে যাও আজি শ্রাবণ-বারির মতো।
স্নিগ্ধ ছোঁয়ায় ঘোচাও আজি
আমার আমির যত ক্ষত।

হাহাকার প্রিয়া
ভিজবে হিয়া,
ডুববে আজি মুগ্ধতার বিমগ্নতায়।
হিম কাঁপনে জমবে হৃদয়
প্রেম পবনের শীতল ছোঁয়ায়।

ঝরে পড়ো 
স্পর্শ করো,
শীতল ঠোঁটের আবেগী চুমুর মতো।
শুষ্কজলা পূর্ণতায় ছুঁয়ে
জীবনটা হোক আজ জীবন্ত।

ওহে দামিনী
নব রাগিনী,
আজি ব্যথার খরা পরবে বাঁধা তোমার ঋণে।
বেসামাল মন ঠিকানা হারা
প্রেম প্রণয়ের বাদল দিনে।

ও মেঘবালিকা
আমিও যে একা,
তোমার ধারায় ভিজব আজি আপন মনে।
সিক্ত পরাণ বলবে আজি-
‘এইতো বেঁচে থাকার মানে।’
 

কমেন্ট বক্স