Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

এখনও পানিবন্দী বাফুফে ও ক্লাবপাড়া

এখনও পানিবন্দী বাফুফে ও ক্লাবপাড়া

আজ (শুক্রবার) ভোরে টানা বর্ষণে রাজধানী ঢাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দেশের অধিকাংশ ক্রীড়া স্থাপনা ও ফেডারেশন পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আর ক্লাবপাড়ায় অবস্থান মতিঝিল-আরামবাগ ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় তেমন পানি না জমলেও ক্লাবপাড়ায় এখনও পানিতে আবদ্ধ।

দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন বাফুফের অবস্থান মতিঝিল-আরামবাগে। টানা ভারী বর্ষণে বাফুফে ভবনের মাঠেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনালেও পানি এখনও নামেনি। বাফুফে ভবনের মাঠ ও টার্ফে পানি জমলেও অবশ্য প্রবেশ করেনি ফেডারেশনের ভেতরে। 

বাফুফের পাশেই অবস্থান দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারীর। সেই ওয়ারী ক্লাবও পানিতে নিমজ্জিত। ক্লাবটির সাধারণ সম্পাদক মহিদুর রহমান মিরাজ বলেন, ‘মাঝেমধ্যে টানা বৃষ্টিতে ক্লাব প্রাঙ্গনের লনে (বারান্দায়) পানি জমে। কখনও অফিসকক্ষ ও টেন্টে ঢুকে না। এবার আমার সাধারণ সম্পাদকের কক্ষসহ খেলোয়াড়দের কক্ষেও পানি এসেছে।’ওয়ারী ক্লাব সম্প্রতি বাফুফে অনূর্ধ্ব-১৬ লিগের খেলা শেষ করেছে। ফুটবলাররা না থাকায় তেমন ভোগান্তিতে পড়তে হয়নি এই সময়ে।

No description available.তবে দেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভোগান্তি একটু বেশিই। মোহামেডান বাফুফের জুনিয়র লিগে খেলছে। আগামীকাল আবাহনীর বিপক্ষে ম্যাচও আছে তাদের। সেই ম্যাচের আগে টানা বৃষ্টিতে ক্লাবটির অ-১৮ ফুটবলারদের কক্ষে পানি প্রবেশ করেছে। 

ঠিকানা/এস আর

কমেন্ট বক্স