Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

মিয়ানমারের সহায়তায় মাদক চোরাচালান বন্ধ হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সহায়তায় মাদক চোরাচালান বন্ধ হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। : সংগৃহীত
বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। পার্শ্ববর্তী দেশগুলো থেকে মাদক বাংলাদেশে ঢুকে পড়ছে। ভারত এ ব্যপারে সহযোগিতার আশ্বাস দিলেও মিয়ানমার থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

১৪ জুলাই (রবিবার) রাজধানীর শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে মাদক সরবরাহ রোধে র‍্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা জোরদার করা হয়েছে। পাশাপাশি কাজ করছে পাশের দেশগুলো, যেখান থেকে মাদক দেশে প্রবেশ করছে। আমরা সেইসব দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করছি। আমাদের অভিযোগের বিরুদ্ধে তারাও কাজ করছে। ভারত আমাদেরকে আশ্বস্ত করেছে। মিয়ানমারকে বহুবার অনুরোধ করা হলেও তারা সহায়তা করছে না।  তাদের অভ্যন্তরীণ যুদ্ধ-বিগ্রহের কারণে সেটি নিয়ন্ত্রণে নিতে পারছে না। আমরা আশা করি, তারাও আমাদের সহায়তা করবে। তাদের সঙ্গে নিয়মিত বৈঠক চলছে।
 
তিনি বলেন, মাদকদ্রব্য সারা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। আমরা মাদক উৎপাদন করি না। কিন্তু ভৌগলিক কারণে এর প্রভাব আমরা মোকাবিলা করে আসছি। মাদকদ্রব্য বর্জন নিয়ে যদি আমরা কাজ না করি, তাহলে এর ব্যাপ্তি আরও ছড়াবে।
 
দেশের জেলখানায় থাকা আসামিদের একটি বিরাট অংশ মাদকাসক্ত, যারা বিভিন্ন অপকর্ম করে জেল খাটছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী যেমন সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছেন, তেমনি মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
 
মাদকের থাবা থেকে আসক্তদের মূল স্রোতে ফিরিয়ে আনতে বেশকিছু নিরাময় কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সন্তানেরা কী করে তা আমাদের অভিভাবকদের খেয়াল রাখা উচিত। মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য জাতীয় গাইড লাইন প্রণয়ন করা হয়েছে। আমরা চাই আসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ (এমপি) ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স