সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনা মোতায়েনের ৪৮ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। গতকাল সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে মোতায়েন সেনা টহল ও সেনা ছাউনির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে বায়তুল মোকাররমে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনায় যে তাণ্ডব চালানো হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। এতে আর্থিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ, গুরুত্বপূর্ণ স্থাপনা কারো ব্যক্তিগত সম্পদ নয়, এসব সম্পদ দেশ ও জনগণের। রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমাল রক্ষার্থে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয়েছে। সেনা সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করছে। এরই মধ্যে সেনা বাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবে। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, কোটা ইস্যুতে গত ১৬ জুলাই একটি মহল আন্দোলনের নামে রাস্তায় নেমে হামলা-ভাঙচুর চালায়। এমন পরিস্থিতি উত্তোরণে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টার দিকে মাঠে নামে সেনা সদস্যরা। সেনাবাহিনী নামার ৪৮ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে কিছুদিন সময় লাগবে। তিনি আরও বলেন, সরকার যতদিন চাইবে, ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী। পরিস্থিতি উত্তোরণে বেসামরিক বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক কাজ করছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এ সময় তিনি কারফিউ চলাকালে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার জন্য অনুরোধ জানান এবং কারফিউর বিধি মেনে চলার আহ্বান জানান।
ঠিকানা/এসআর