Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ছবি সংগৃহীত





 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৪ জুলাই) রাতে নবীনগর উপজেলার বড় বাংগরা বাইতুন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর বাইরা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির (২২), নবীনগরের জিনোদপুর ইউনিয়নের জিনোদপুর গ্রামের হাফেজ মিয়ার ছেলে গোলাম রাব্বি (২১) ও মালাই গ্রামের কাদির চৌধুরীর ছেলে পিয়াস চৌধুরী (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে মুরাদনগরের সাব্বির মোটরসাইকেলে নবীনগরে আসার পথে উপজেলার বড় বাংগরা বাইতুন জামে মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা রাব্বির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাব্বির এবং কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত রাব্বি ও পিয়াসের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের লিখিত আবেদনে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স