Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া





 
নাসরীন খান

কালো সাদায় মেঘদের ওড়া
খোঁপায় গোঁজা তার কৃষ্ণচূড়া,
বাতাসের নাজুক হাতটি ধরে
মাটির ওপর লুটিয়ে পড়ে,
বিছানায় যেন লাল কাঁথা
মাঝে চিরল সবুজ পাতা,
পাতায় মিতালি ঘাসের সনে
হেসে কুটিকুটি সদা আনমনে,
গভীর চোখে ভালোবাসা খেলে
লাল পালকের পাখা মেলে,
বৃষ্টিরা অঝোরে ভিজিয়ে গাল
পুলকিত মন চলে বেসামাল,
তুমি কৃষ্ণচূড়া! ওগো প্রিয়তমা
তুমি ভালোবাসা, ওগো মনোরমা ॥

কমেন্ট বক্স