Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

আলোর প্রকাশ 

আলোর প্রকাশ 





 
আলো হলো শক্তি এমন দর্শনে দেয় অনুভূতি,
বস্তু দেখায় সামনে চোখের নয় মোটে তা জনশ্রুতি! 
অদৃশ্যকে দৃশ্যে আনে বাস্তবে দেয় অনুষঙ্গ, 
আলো একটি তির্যক-তড়িৎ চৌম্বকীয় মূল তরঙ্গ। 

মাধ্যম ভেদে আলোর গতি এক স্থান হতে এক স্থানে যায়, 
মাধ্যম শুন্য বেগ বেশি তার আপেক্ষিক বেগ তার কাছে নাই। 
প্রতিফলন প্রতিসরণ আপবর্তন হয় ব্যতিচার, 
কণা-তরঙ্গ  দুই ধর্মে প্রকাশ করে স্বরূপটি তার। 

এইতো গেল বাইরের আলো ভিতরেও এক আলো আছে, 
যায় না ধরা এই আলোকে কোন রকম প্রিজম কাঁচে।
এই আলোটা অন্তরে রয় জ্বলে এটা আঁধার ফুঁড়ে, 
অনুভূতির তারে তারে এই আলোটা থাকে জুড়ে! 

এই আলোতে ভরলে হৃদয় মন হয়ে যায় সচ্ছ সরল,
মনের কোণে রয় না গ্লানি হিংসা বিভেদ বিষের গরল। 
অন্ধকারে এই আলোটা পথটি দেখায় সামনে চলার, 
এই আলো যার প্রাণে আছে নেই প্রয়োজন তাকে বলার।

কমেন্ট বক্স