বিভিন্ন আঞ্চলিক সংগঠনের বার্ষিক বনভোজন
রূপসী চাঁদপুরের বনভোজন
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্কের বার্ষিক বনভোজন গত ২৮ জুলাই রোববার অনুষ্ঠিত হয় লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে। জমজমাট এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট আক্তার হোসেন বাদল।
উপস্থিত ছিলেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সারা বাংলাদেশের গৌরব চাঁদপুরের কৃতি সন্তান, কানেকটিকাট রাজ্যের সিনেটর মো. মাসুদুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ- সাবেক বাংলাদেশ সোসাইটির সভাপতি নার্গিস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. ফিরোজুল ইসলাম পাটোয়ারী, সাবেক সভাপতি আমিন খান জাকির, বিশিষ্ট শিক্ষাবিদ মোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মজুমদার, মোহাম্মদ আলম, নূর আলী স্বপন, জসিম রাসেল, মোহাম্মদ ফারুকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন, সাবেক সভাপতি মামুন মিয়াজী, বারী হোম কেয়ারের মুনমুন হাসিনা বারী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দা নিলুফার ইয়াসমিন মিতু, গ্রাফিক্স ডিজাইনের সিইও মনিরুল ইসলাম, স্থায়ী সদস্য মো. জামান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান প্রমুখ।
বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সেক্রেটারি ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আতাউর রহমান সেলিম, বর্তমান কর্মকর্তা এবং আসন্ন নির্বাচনের দুটি প্যানেলের সম্ভাব্য প্রার্থী, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা তোফায়েল আহমেদ, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, হোসেন মেডিকেলের কর্ণধার ডাক্তার মো. হোসেন, নবান্ন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শিমুল, আরিফ হোসাইন, খামার বাড়ির কামরুজ্জামান কামরুল, আব্দুর রহমান বিশ্বাস, বারী হোম কেয়ারের কর্ণধার আসিফ বারী টুটুল, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি ডাক্তার এনামুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইউনুস সরকার, সেক্রেটারি মো. এ সিদ্দিক পাটোয়ারী, সদস্য ইসমাইলসহ কার্যকরী কমিটির অধিকাংশ সদস্য, কুমিল্লা সোসাইটি ইউএসএ’র সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনকের সেক্রেটারি তাসলিমা বেগম, মতলব সমিতির প্রতিষ্ঠাতা রতন, সভাপতি সেক্রেটারি-সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উল্লাপাড়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার শফিউল আলম ও সদস্য জহিরুল ইসলাম, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, নরসিংদী সোসাইটির মুরাদ হোসাইন, কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বনভোজনে সহযোগিতায় ছিলেন- এমব্লেম হেলথ ইন্সুরেন্স, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক, হোসেন মেডিকেল কেয়ার- মোঃ হোসেন, খাবার বাড়ি, মো. কামরুজ্জামান কামরুল এবং আব্দুর রহমান বিশ্বাস, ব্রঙ্কস অটো রিয়ার ইনকের জুয়েল, আলমগীর হোসাইন, (বিশিষ্ট ব্যবসায়ী), ফরহাদ হোসাইন (বিশিষ্ট ব্যবসায়ী), ইঞ্জিনিয়ার আব্দুল খালেক (বিশিষ্ট ব্যবসায়ী), শাহ জে. চৌধুরী (সিইও শাহ গ্রুপ), আবুল কাশেম (ক্রেডিট রিপেয়ার), ফাহাদ সোলাইমান (কমিউনিটি অ্যাক্টিভিস্ট), কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনক, মুরাদ হোসাইন (আন্তর্জাতিক সম্পাদক নরসিংদী জেলা সমিতি), গ্লোবার ট্যুর অ্যান্ড ট্রাভেল (বশির উদ্দিন), মজিবুল আলম (মান্নান হালাল সুপার মার্কেট)।
রাফেল ড্র সহযোগিতায়- বারী হোম কেয়ার (আসিফ বাড়ি টুটুল ও মুনমুন হাসিনা বারী) (১০০০ ডলার), নবান্ন রেস্টুরেন্ট (স্বর্ণের চেইন), মহিউদ্দিন দেওয়ান সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সোসাইটি (ল্যাপটপ), ওয়াসিম হোসাইন সৈকত হোসাইন (ল্যাপটপ), মোঃ মাহাবুবুর রহমান, সহ-সভাপতি রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক (অ্যাপল আইপ্যাড), মো: রেজাউর রহমান রাজু, সহ-সভাপতি রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক (অ্যাপল আইপ্যাড), আব্দুস সামাদ টিটু, অন্যতম সদস্য, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক (আইপ্যাড), কাজী তোফায়েল ইসলাম এন্ড মফিজুল ইসলাম ভূঁইয়া (ল্যাপটপ), প্রবাসী মতলব সমিতি (ল্যাপটপ), মোঃ রুহুল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি (অ্যাপল আইপ্যাড), ইঞ্জিনিয়ার আব্দুল খালেক (৬৫ ইঞ্চি টিভি), ইউএসএ বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি (৬৫ ইঞ্চি টিভি), শামসুন্নাহর নাহার নিম্মী, ফাতেমা ইন্সুরেন্স (আইপ্যাড), First Aid Home care (আইপ্যাড), বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি (গিফট কার্ড), আশরাফুল আলম (ল্যাপটপ), ফারজানা আহমেদ সোনিয়া, লাইফ মেম্বার (ডিনার সেট), রহমানিয়া ট্রাভেলস (ডিনার সেট), মোঃ মোবারক হোসাইন, সহ-সভাপতি (মাইক্রোওভেন), ইত্যাদি গ্রোসারি, জ্যাকসন হাইটস (টাওয়ার ফ্যান)।
সবশেষে সভাপতি মু. ফখরুল ইসলাম মাছুম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বনভোজন আয়োজনে যারা নানাভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে বলেন, কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার জন্য ঐক্যের কোন বিকল্প নাই। ঐক্যের ভিত্তিতে কাজ করলে যে কোন কিছু করা সম্ভব। আমাদের মাঝে কোন দ্বিধা-বিভক্তি নেই। আমাদের চাঁদপুরবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সংগঠনকে শক্তভাবে ধরে রাখতে সক্ষম হয়েছি। সাধারণ সম্পাদক নূরে আলম মনির বলেন, আমরা প্রতিবছরই বড় ধরনের বনভোজন করে থাকি। এবারও আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে সকলকে ধন্যবাদ জানাই। আগামীতে যেন আরো সুন্দরভাবে কমিউনিটির সেবা করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।



ঠিকানা রিপোর্ট


