Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

চীনে প্রবল বৃষ্টি ও ভূমিধসে ৩০ জনের প্রাণহানি

চীনে প্রবল বৃষ্টি ও ভূমিধসে ৩০ জনের প্রাণহানি
টাইফুন গায়েমির প্রভাবে শুরু হওয়া কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে চীনের হুনান প্রদেশে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখনো ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

চীনের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় হুনানের জিজিয়াং জেলায় রেকর্ড ৬৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি এখনও ঝরছে।

বৃহস্পতিবার থেকে বিভিন্ন উপদ্রুত এলাকায় শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে নিজেদের প্রতিবেদনে বলা হয়েছে।
 
হুনান প্রদেশটি পাহাড়ি অঞ্চল এবং স্থলবেষ্টিত। চলতি বছর চীনের এই অঞ্চলটিতে আবহাওয়াগত বিপর্যয় ঘটেছে বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি। কর্মকর্তারা জানিয়েছেন, গত জুলাই মাসজুড়ে যে তাপপ্রবাহ বয়ে গেছে হুনানের ওপর দিয়ে, তা ভেঙে ফেলেছে গত ৬ দশকের রেকর্ড।
 
উল্লেখ্য, গায়েমি চলতি বছর চীনের উপকূলে আঘাত হানা তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী টাইফুন। এর আগে গায়েমি ফিলিপাইন ও তাইওয়ানে তাণ্ডব চালায়। এই দুই দেশে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজনের প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স