Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

বিমানবন্দরে আটক পলক

বিমানবন্দরে আটক পলক ছবি : সংগৃহীত





 
নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। ৬ আগস্ট (মঙ্গলবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন পলক। এ সময় তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়।

এর আগে, শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ৫ আগস্ট (সোমবার) বিকেল ৪টায় ওই ঘটনার সূত্রপাত হয়। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, গণমাধ্যমে শেখ হাসিনা ও শেখ রেহানার দেশ ছেড়ে যাওয়ার খবর প্রচারের সঙ্গে সঙ্গে হাজার হাজার জনতা শহরের প্রধান সড়কে নেমে উল্লাস করতে থাকেন। হাতে লাঠিসোঁটা ও জাতীয় পতাকা নিয়ে নানা বয়সের মানুষ দৌড়াদৌড়ি করতে থাকেন। এ সময় একে অপরকে মিষ্টিমুখ করাতেও দেখা যায়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স