Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

রাষ্ট্রপতির বৈঠক শেষে যা জানালেন সমন্বয়ক নাহিদ

রাষ্ট্রপতির বৈঠক শেষে যা জানালেন সমন্বয়ক নাহিদ ফাইল ছবি
খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সমন্বয়কদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ৬ আগস্ট (মঙ্গলবার) দিনগত রাত ১টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে নাহিদ এ তথ্য জানান। 

এর আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদল ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর বৈঠক শেষে সমন্বয়কদের পক্ষ থেকে ব্রিফ করেন নাহিদ।

নাহিদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বৈঠকে আমরা প্রস্তাব করেছিলাম। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন, তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তাছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে। এতে নাগরিক সমাজসহ ছাত্রপ্রতিনিধিত্ব রয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স