Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

স্বার্থ

স্বার্থ





 
জলে কুমির ডাঙ্গায় বাঘ
পড়েছে সবাই ঘোর সংকটে,
বাম হাত পক্ষে, ডান বিপক্ষে
পচন ধরেছে মন মস্তিষ্কে।

কার বিচার কে করবে
নষ্ট মানুষের সমাজে,
নষ্ট ধ্বংস হয় পাপে
নিরীহ সবাই মরে তাপে।

গুরু-শিষ্য দুই দলে
একে অপরকে বকে,
এক বোতলের সুরা আবার
মিলেমিশে গিলে আড়ালে।

আমিও যে ভুক্তভোগী
পাইনি কাউকে পাশে,
এই সমাজে গুণীসহ
সব চুতিয়াই স্বার্থে চলে।

দিন শেষে একই মঞ্চে
সব বেহায়া একসাথে,
সব ভুলে ক্ষমতার লোভে
বেশ্যা খদ্দের এক পাতে।

 

কমেন্ট বক্স