Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

প্রতিমুখ

প্রতিমুখ





 
সকলেই ঘরে ফিরে, ফিরতেই হয়
মসৃণ কোনো এক অদৃশ্য সুতোর বৈদ্যুতিক টানে।
ফিরে, অভ্যাসের চিরায়ত সন্ধির, স্বনির্মিত খাঁচায়
ভালোবাসা পাখি নীড়ে, নিরন্তর কিচিরমিচির ভালোবেসে।
ফিরে, পুলকিত কূজনের জ্যান্ত আশকারা কলিজায় মেখে।

সকলেই ঘরে ফিরে, ফিরতেই হয়
আত্মস্থ কতক মায়ামুখ দেখে ভেতরের আয়নার রোদে
স্বস্তির শীতলে মুছে নিতে অস্বস্তির ছায়া, মিশকালো মেঘ।
অথচ, অদ্ভুত সংসারে, কেউ তো নিদারুণ অমাবস্যায় গুনছে প্রহর
কেউ তো পোহায়, পূর্ণিমার রৌদ্রদীপ্ত সুখের নরোম ছায়া।

সকলেই ঘরে ফিরে, ফিরতেই হয়
আমিও ফিরি, ফিরবার বহুবিদ আবশ্যিক তেজারতে।
কিন্তু প্রায়শই দেখি, অস্বস্তির আঁচড়ের দগদগে ক্ষত
ঝলকায়, মুখস্থ ঘরের, মুখে মুখে-ভালোবাসার সদর দরোজায়।
 

কমেন্ট বক্স