বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার কথা ছিল শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৬ জন উপদেষ্টার। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত নয়টায় শপথ গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করার কথা তাদের। তবে এ তালিকায় নাম থাকা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নিতে যাননি।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি শপথ নিতে যাইনি। আমি এখনই সিদ্ধান্ত নিতে পারিনি। আমি আমার ঘনিষ্ঠদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানাব। এখন এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।
প্রসঙ্গত, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জ সরকারি জুবিলী হাইস্কুল থেকে ১৯৭৯ সালে এসএসসি ও ১৯৮১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস সম্পন্ন করেন।
পেশাগত জীবনে অধ্যাপক বিধান বর্তমানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করছেন । এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
ঠিকানা/এনআই