Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

লুট হওয়া অস্ত্র উদ্ধারে নেমেছে সেনাবাহিনী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে নেমেছে সেনাবাহিনী ছবি সংগৃহীত
দেশের বিভিন্ন থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব অস্ত্রের বিষয়ে কারও কাছে তথ্য থাকলে তা সেনাবাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ত্র গোলাবারুদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও কারাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের কিছু ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে কারও কাছে রক্ষিত এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ অথবা এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে অতি দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জমা অথবা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে পৃথক আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, রাজধানী ঢাকার ২৯টি থানাসহ দেশজুড়ে ৪১৭টি থানায় এরই মধ্যে সেনা মোতায়েন করা হয়েছে, যা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানকে ত্বরান্বিত করবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স