Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার বাস্তবায়ন চায় হামাস

বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার বাস্তবায়ন চায় হামাস গাজা উপত্যকার শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ভেতর থেকে প্রয়োজনীয় জিনিস বের করে আনছে শিশুরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নের জন্য মধ্যস্থতাকারীদের প্রতি ১১ আগস্ট (রবিবার) আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওদিকে নতুন করে ইসরায়েলি অভিযানের মুখে গাজার এক জায়গা থেকে আরেক জায়গায় এখনো পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা। খবর এএফপি।

গত ১০ মাস ধরে চলতে থাকা যুদ্ধে শনিবার গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলায় শতাধিক প্রাণহানির একদিন পর হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

গাজায় ইসরায়েলের অব্যাহত প্রাণঘাতি হামলা এবং সম্প্রতি ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। আর এরকম পরিস্থিতিতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা ইসরায়েল ও হামাসকে আলোচনায় বসার আহ্বান জানায়। যুদ্ধবিরতিতে পৌঁছাতে ও পণবন্দিদের মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা শুরুর ডাক দেন মধ্যস্থতাকারীরা।

রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করার অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের প্রস্তাবকে গ্রহণ করেছেন।

হামাস জানিয়েছে তারা গত ৩১ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায়। এক্ষেত্রে আরও বেশি আলোচনা না করে ইসরায়েলের কাছ থেকে পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায় ফিলিস্তিনি সংগঠনটি।

হামাসের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সংগঠনটি চাইছে বাইডেনের দর্শন অনুযায়ী নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার আলোকে ইসরায়েলের দখলদারিত্বের অবসান হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুপক্ষকে যুদ্ধবিরতিতে পৌঁছাতে ও পণবন্দিদের মুক্তি দিতে তিন ধাপের রোডম্যাপ উত্থাপন করেন। তিনি অবশ্য বলেছিলেন ইসরায়েলের প্রস্তাবের আলোকে তিনি এই পরিকল্পনা তুলে ধরেছেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স