Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

অতীত যেন তাড়া করে সানি লিওনকে

অতীত যেন তাড়া করে সানি লিওনকে ছবি : সংগৃহীত
বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন অভিনেত্রী সানি লিওন। কিন্তু তার যাত্রাটা মোটেও সহজ ছিল না। পর্নো দুনিয়া থেকে এসেছিলেন বিগ বস রিয়েলিটি শোয়ে। তারপর পরিচালক মহেশ ভাটের নজরে পড়ে ‘জিসম ২’- ছবির মাধ্যমে পা রাখেন বলিউডে। 

একের পর এক সিনেমা করলেও, সানির শরীর থেকে পর্নো তকমা কিন্তু মুছে যায়নি। বরং তার সিনেমা মুক্তি পেলেও, তাকে অভিনেত্রী কম, শুনতে হতো পর্নো স্টার। কিন্তু নিজেকে প্রমাণ করার লড়াইয়ে যখন ক্লান্ত, ঠিক তখনই অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’- ছবিতে যেন নতুন রূপে ধরা দিলেন সানি। আর সিনেপর্দায় একেবারে ছক্কা হাঁকালেন এ  অভিনেত্রী। 

বহু বছর আগেই পর্নো দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানি। তবুও মাঝে-মধ্যেই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে একরাশ অভিমান প্রকাশ করেন তিনি।

সানি জানান, আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন পর্নো দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। তখন আমার ভাইয়ের নাম ধার নিই। আমার নাম হয়ে যায় সানি লিওন। তারপর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। বলা ভালো আমাকে এক প্রকার ঘৃণা করেন। 


ঠিকানা/এম

কমেন্ট বক্স