গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
আজ ১ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
কাশিয়ানী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. রেজাউল মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে যে কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে।
ঠিকানা/এসআর