Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

অবসর দাও

অবসর দাও





 
কিছু অবসর দাও-
যাকে বুকের বাম পাশে বসিয়েছিলে,
যার ছবি বুকে নিয়ে ঘুমাতে,
দশ মিনিট অফলাইনে থাকলে উন্মাদ হতে,
যার চোখে কয়টা পাপড়ি আছে তাও গোনা ছিল,
আঙুলের একটু চিড়ে যাওয়াটাও চোখ এড়াত না,
প্রতিটা নিঃশ্বাসের শব্দ তোমার চেনা।
দাও অবসর
সামান্য কিছু সময়ের জন্য।
সাতরঙা ডানার প্রজাপতিটা ওই মেঘের রাজ্যে উড়িয়ে দাও।
তোমার জন্য ভালোবাসা কুড়িয়ে আঁচলভরে অপেক্ষা করুক।

কমেন্ট বক্স