Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

অপারগতা

অপারগতা





 
বাসতে পারিনি ভালো
প্রাণের কোঠরে তবু নেই কোনো খেদ
আমার ভাবনা শুধু তোমাকেই ঘিরে
নির্মোহ-নির্মেদ।

কেউ নেই কিছু নেই
দেবীর আসনে বসে আছ শুধু তুমি
তোমার ছায়ায় বুনি ধ্যান-জ্ঞান-মান
দাঁড়াবার ভূমি।

চোখের তারায় জ্বলে
ভালোবাসাপূর্ণ সেই মায়াভরা মাটি
জেনেছি জন্মের কাছে নতজানু হলে
প্রেম তবে খাঁটি।

মায়ের আসনে তুমি
ছায়া দিয়ে মায়া দিয়ে মুছে দাও দুখ
অমৃত সুধার মতো সুখ-জলে ভাসি
দেখে প্রিয় মুখ।

কমেন্ট বক্স