Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

একান্ত নিরালায়

একান্ত নিরালায়





 
এখনো বাতাসে বসন্তের ঘ্রাণ আসে,
সেই সব দিনের মতো।
এখনো রামধনু রং ছড়ায়,
সেই কল্লোলিত হাসির মতো
যা কিছু ছিল এখনো আছে;
সেই বকুল, সেই বিকেল,
সেই তামাশার দুপুর! স্মৃতি তার নিরবধি সুর বাঁধে, হৃদয়ে আছড়ায় বিপুল মায়ায়।

গাঙপাড়ে ঢেউ ভাঙে কখনো নরম, কখনো তীব্র। উদ্দাম উচ্ছ্বাসÑ
বয়ে যাও তুমি সেই তুমি, ক্ষণে ক্ষণে হারিয়েÑ
আবার ফিরে আসো মহিমা যতনে।
বিষাদে নীরবে বহমান তুমি,
ঘুরে ঘুরে আসো অসীম সুখের নিরাময়ে।
এই আমার আজকালের খেলা, এই আমার বসন্ত বেলা।
নিরালায় ঝাঁপি খুলে-চুপচাপ মিশে থাকি আপনাতে।
 

কমেন্ট বক্স