তোমার শেষ কবিতাখানি,
দিয়ে গেলে শীতের পাতাঝরা বিবর্ণ বিকেলে।
কবিতায় ছিল করুণ সুর তোমার ঘর ছাড়ার ডাক
আমি কয়েক মুহূর্ত তোমার পানে চেয়ে থেকে
হয়েছিনু নির্বাক
কী দেব তোমায় বিদায়বেলায় শেষ উপহার আনি
তুমিই তো দিয়ে গেলে উপহার
তোমার শেষ কবিতাখানি।



সোমা মুৎসুদ্দী


