নাসরীন খান
গোলাপি রং মিশে পাতার ফাঁকে
থোকা বেঁধে ধরে থাকে,
আপন অহমে যেন স্বমহীয়ান
রানির বিলাস পূর্ণ প্রাণ,
পাতার ভাঁজে দিচ্ছে উঁকি
সূর্যের আলোয় প্রাণোচ্ছল খুকি,
হাসছে বাতাসের যেন সনে
কী অপরূপে সেজেছে আনমনে,
মুগ্ধতা ছড়িয়ে মেলেছে প্রেয়সী!
ভালো লাগার ছোঁয়া চোখেতে বেশি,
নামের সার্থকতা ছড়িয়ে বুকে
আছে রানি! মহাসুখে,
হরেক রঙে মাতোয়ারা শরীর
সাজিয়েছে রঙে আমার নীড়,
যুবতী, রূপসী বাগানবিলাস,
মনের সুখ দেওয়া অভিলাষ।
 
                           
                           
                            
                       
     
  
 

 
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
