Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম বিবৃতি দিল ছাত্রলীগ, যা বললো 

আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম বিবৃতি দিল ছাত্রলীগ, যা বললো  ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সরকার পতনের পর এবার প্রথম নিজেদের অফিসিয়াল পত্রে বিবৃতি দিল বাংলাদেশ ছাত্রলীগ। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে ছাত্রলীগ। ২২ সেপ্টেম্বর (রবিবার) এক ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত  গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে তারা।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
 
এদিকে বেশ কয়েকদিন ধরেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদের বিক্ষোভ সমাবেশ করে আসছে ছাত্র সমাজ। 
 
১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ওইদিন বিকেল থেকে রাতের মধ্যে এ দুই হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে জাবিতে নিহত শামীম মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং ঢাবিতে নিহত তোফাজ্জল হোসেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।
 
প্রসঙ্গত, ৫ আগস্টের পর থেকে ছাত্রলীগের শীর্ষ দুই নেতার কোনো খোঁজ মিলছে না। সরকার পতনের পরপরই আত্মগোপনে যান সংগঠনটির শীর্ষ দুই নেতা। তবে তারা এখন কোথায় আছেন তা কেউ নিশ্চিত করতে পারেননি। আত্মগোপনে থেকেই বাংলাদেশ ছাত্রলীগ নামের হোয়াসঅ্যাপ গ্রুপে বিবৃতি পাঠান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স