মানুষের জীবনে বর্তমান বলে মূলত কিছু নেই,
সবকিছু অবিরত চলছে বর্তমান থেকে ভবিষ্যতেই।
ঠিক এখনকার ঘটনাই ঘটমান বর্তমান,
যা অতীত হতে সময় মাত্র এক সেকেন্ডের ব্যবধান।
মানুষের আসলে অতীতটাই থাকে সমাজের মাঝে,
ভবিষ্যতের নিশ্চয়তা নেই বর্তমানই লাগে কাজে।
আমার আপনার আশপাশে বহু মানুষ আছে,
যাদের অঢেল সম্পদ অথচ ছেঁড়া জামা গায়ে।
পেশা বা অন্যান্য প্রভাবশালী অবস্থানের কারণে,
অহংকারী ও দুর্ব্যবহারী হয়ো না কারো সনে।
বর্তমানের কার্যক্রমই অতীত ও ভবিষ্যতের ভালোর জন্য প্রযোজ্য,
ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মৃত্যু অনিবার্য।
স্রোতের মতো বর্তমান চলে যায় অতীতে,
যা যা ভালো সবকিছু দ্রুত ভরে নেও ঝুলিতে।
অত্যন্ত সংক্ষিপ্ত বর্তমান এর পূর্ণ সদ্ব্যবহার করুন,
তাহলেই হবে জীবনটা আপনার গৌরবময় ও দারুণ।



কামরুল হোসেন লিটু


