Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

শাপলা ফুল

শাপলা ফুল





 
শাপলা তুমি বিল ও ঝিলে,
হাসতে থাকো খোলা দিলে!
যেইনা শরৎ আসে,
আপন রূপের দুয়ার খুলো
দাও ছড়িয়ে পাপড়িগুলো
মুগ্ধ দাঁড়াই পাশে।

লাল-সাদা ও বেগুনি-নীল
রং মেখে রোদ গায় ঝিলিমিল!
পাপড়ি মেলে হাসো,
পুকুর দিঘির স্বচ্ছ জলে
রূপ ঢেলে যাও কথা বলে!
মাথা তুলেই ভাসো।

পানির ওপর তোমার পাতা
ভাসতে থাকে যেন ছাতা!
দেখলে যে মন ভরে,
ছুটে বেড়ায় ডাহুক পাখি
দেখে আমার জুড়ায় আঁখি!
রূপ যেন না ধরে।

মেঘের ভেলায় শুভ্র কাশে
শরৎ যেন স্নিগ্ধ হাসে!
শিউলি মাতায় ঘ্রাণে,
শাপলা তুমি আপন রূপে
মুগ্ধ করো সবাই চুপে
সুর তুলে যাও প্রাণে।
 

কমেন্ট বক্স