Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপ চায় জামায়াত

অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপ চায় জামায়াত ছবি সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি হচ্ছে সংস্কারের জন্য রোডম্যাপ। সেটা নির্দিষ্ট হতে হবে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কত দিনের মধ্যে সংস্কার হবে।

এর পরেরটা হলো নির্বাচনী রোডম্যাপ। তবে প্রথমটা যদি সফল হয়, তাহলে পরবর্তীটা ব্যর্থ হবে বলে জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফলে প্রথমটা সফল হলে দ্বিতীয়টা দেরি না করারও আহ্বান জানান তিনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার পর এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা সফল এবং একটি ক্রেডিবল নির্বাচন। সেই দিক দিয়ে আমরা দুটি রোডম্যাপের দাবি জানাচ্ছি।

এ সময় জামায়াতের আমির আরও বলেন, যে ডাকাতদল এই ঘটনার সঙ্গে জড়িত, তারা এক মাস আগে জামিনে বের হয়েছে। এরপর তারা বিশাল একটি দুর্ঘটনা ঘটিয়েছে। এ রকম আরও অনেকেই জেল থেকে জামিন পেয়েছেন। সরকারকে এগুলো দেখতে হবে।

শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, তিনি দেশ থেকে চলে গেছেন, অনেকে বলে পালিয়ে গেছেন, আসলে পালিয়ে যাওয়া কোনো ভালো কাজ না, আমি বলি যে উনি চলে গেছেন। উনি চলে যাওয়ার পর আবার মাঝে মাঝে শুনি যে উনি ঢুকবেন, আমি মনে করি চলে গিয়ে ভালোই করেছেন, কারণ দেশের মানুষ তাকে ভালোবাসে না। যেহেতু দেশের মানুষ ভালোবাসে না, সেহেতু জোর করে আবার ক্ষমতায় বসা বুদ্ধিমতীর কাজ হবে বলে মনে করি না। তিনি গিয়েছেন, জাতি মুক্ত হয়েছে, জাতিকে শান্তিতে থাকতে দিন।

জামায়াতের আমির আরও বলেন, যদি শেখ হাসিনা অপরাধী হয়ে থাকেন, তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। এ সময় সেনা কর্মকর্তা তানজীম সারোয়ার নির্জন খুবই ভালো মানুষ ছিলেন বলে জানান তিনি। বলেন, তার পরিবারের সঙ্গে কথা বলে জানলাম, আসলে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন জীবন বাজি রেখে। আমরা নির্জনের জন্য দোয়া করব, যাতে আল্লাহ তাকে বেহেশত দান করেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স