Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

৫ দিনের রিমান্ডে সুলতান মনসুর

৫ দিনের রিমান্ডে সুলতান মনসুর ছবি সংগৃহীত
বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূরের আদালত শুনানি শেষে তাকে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর তন্ময় কুমার বিশ্বাস তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার পক্ষে তিনি নিজেই আদালতে কথা বলেন। তিনি বলেন, ২০০৮ সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আওয়ামী লীগের কোনো পদে রাখেননি। সুলতান মনসুর উল্লেখ করেন, ২০১৮ সালে কোটা সংস্কারের পক্ষে তিনি সংসদে বক্তব্য রেখেছিলেন। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না বলেই স্বেচ্ছায় দেশে ফিরেছি। কে বা কারা আমাকে ষড়যন্ত্রে ফাঁসিয়েছে, আমি জানি না। শুনানি শেষে আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সুলতান মনসুর। ২০০১ সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেলেও স্বতন্ত্র  প্রার্থী এম এম শাহীনের কাছে হেরে যান।

এক-এগারোর সময় আওয়ামী লীগের সঙ্গে সুলতান মোহাম্মদ মনসুরের দূরত্ব তৈরি হয়। ছিটকে পড়েন দল থেকে। ২০১৮ সালের নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের (গণফোরাম) প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে প্রার্থী হননি তিনি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স