Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

উইন্ডিজকে ১০ উইকেটে হারাল দ. আফ্রিকা

উইন্ডিজকে ১০ উইকেটে হারাল দ. আফ্রিকা ছবি সংগৃহীত



 
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (৪ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন স্টিফানি টেইলর। ৪১ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন তিনি।

জবাবে ১১৮ রান তাড়ায় নেমে কোনো উইকেট না হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করা ননকুলুলেকো লাবা ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স