Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

ভিক্ষা জীবন

ভিক্ষা জীবন





 
আশায় আশাহত ভাগ্য বিড়ম্বনায়
রচনার রচয়িতা অজ্ঞ জীবনভ্রমে
ঘূর্ণনের ঘূর্ণি ঝড়ে প্রমাদ দরিয়ার মাঝি
এ কোথায়, কেন এলাম ভবনদীর মোহজালে…
ভবের খেলা সাঙ্গ করে বিদায় গৃহদাহ
একনলা ভাতের লোকমা সম
ক্ষুধায় পেটের দাহ না মিটে
কত ঘাটের কত পানি পানে আত্মা না ভরে।
জীবন এমনই দমকা হাওয়া তেমনি
উড়িয়ে নিয়ে ফেলে কার বাড়ি
কত আশার ভ্রম ভাঙে ঘুম চামেলি
কাচের স্বর্গ ভেঙে খান খান জীবন কি মরুভূমি?
চলতে চলতে পায়ের ঘুঙুর হারায় মেঠো পথ
সুরের মূর্ছনা থামে আনমনা
সারি সারি বৃক্ষলতা নীরব নীরবতায়
আমাদের একটি ভিক্ষার জীবন
ভিক্ষা বন্ধ করেন মাবুদ জারিতে সমন।

কমেন্ট বক্স