শরৎ ক্যানভাস; শুভ্র মেঘের লুকোচুরি
পঙ্খীরাজের রথে চেপে যাচ্ছে স্বপ্ন
নীলাকাশ পূর্ণ মেঘের দখলে।
কাশবনের সৌন্দর্য উপভোগ করেন
প্রকৃতি পরিবেশপ্রেমী কবিরা,
ছোট্ট শিশু, বৃদ্ধ এবং স্মার্ট সিটিজেন
নদীর দু’ধারে ভালোবাসা।
ওদিকে শারদীয় দুর্গোৎসব দ্বারপ্রান্তে;
আমি অপেক্ষায়, তোমার প্রীতি উপহারের
উষ্ণ ভালোবাসা আর নতুন শাড়ির ছোঁয়া।
 
                           
                           
                            
                       
     
  
 

 বিজন বেপারী
 বিজন বেপারী  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
