Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


ষড়যন্ত্র করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছেন জয় : ইশরাক

ষড়যন্ত্র করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছেন জয় : ইশরাক ছবি সংগৃহীত



 
আওয়ামী লীগ বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মাঝে সম্প্রীতির সম্পর্ক নষ্টের চেষ্টা করছে  বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরান ঢাকার মন্দিরগুলোতে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে পূজা কমিটির নেতাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইশরাক বলেন, স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে অর্থ বিনিয়োগ করে লবিস্ট নিয়োগ করেছেন, যেন বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা যায়।

তিনি আরও বলেন, ৪০০ বছরের পুরোনো হিন্দু-মুসলিমের মধ্যে ভ্রাতৃত্বের যে সম্পর্ক তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না।

এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে অতীতে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের শাস্তির মুখোমুখি করা হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স