Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

রূপের ঝলকে

রূপের ঝলকে





 
প্রেয়সী বিহনে কেটেছিল যবে আমার বিরহে ক্ষণ,
অধরে হাসির স্ফুরণে সহসা আসিয়া দিয়েছ মন।
হেরিয়া তথায় মায়াবিনী মুখ হৃদয়ে এঁকেছি ছবি,
উদিত হয়েছে বুঝিয়াছি তাতে প্রদীপ্ত আলোক রবি।
নধর তনুর রূপের মাধুরী হেরিয়া হয়েছি চুপ,
মনকে শুধাই ললনা কেমনে পেয়েছে এমন রূপ?
রূপের ঝলকে ছড়ালে যেমন আঁধারে আলোর রেখা।
নিশুতি রজনী ভাবনাতে চলে তোমাতেই কাব্য লেখা।

রূপের ঝলকে রোপিলে প্রণয় ঊষর ভূমির পরে,
রাখিব তাই তো দেবীরূপে তোমা সারা জনমের তরে।
 

কমেন্ট বক্স