Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

স্নিগ্ধ শরৎ

স্নিগ্ধ শরৎ





 
সবুজ ধানে খাচ্ছে দোলা বাতাস মেখে সুখে,
সাদা মেঘের ভাসছে ভেলা নীল আকাশের বুকে!
শুভ্র সাজে কাশফুলেরা হাসছে নদীর কূলে,
নজরকাড়া টানছে রূপে ঝরা শিউলি ফুলে!
শরৎ বুঝি আসলো দ্বারে বাদল গেছে টুটে,
হিম কুয়াশা দিচ্ছে আদর উষ্ণতাকে লুটে!
গন্ধ ঢেলে জুঁই কামিনী মাতাচ্ছে বেশ ঘ্রাণে,
বিল ও ঝিলে শাপলা হাসে ছড়াচ্ছে সুর প্রাণে,
শ্বেত বলাকা উড়ছে ঝাঁকে দেখেই যে মন টানে,
মুগ্ধতা দেয় স্নিগ্ধ শরৎ সুখের পরশ আনে।
মা আসবেন মর্ত্যধামে অন্তরে প্রেম জাগে,
ভাসব সবে মিলন স্রোতে ভক্তি ছোঁয়া রাগে!
 

কমেন্ট বক্স