Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচন দেব : ধর্ম উপদেষ্টা

খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচন দেব : ধর্ম উপদেষ্টা ছবি : সংগৃহীত
ভোটারলিস্ট হালনাগাদ করে এবং নির্বাচন কমিশন সাজিয়ে খুব কম সময়ের মধ্যে নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ১৪ অক্টোবর (সোমবার) দুপুরে চট্টগ্রাম মহানগরীর একটি কনভেনশন হলে ড. জ্ঞানশ্রী মহাস্থবির এর শততম জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দেশ শাসন করতে আসেনি। আগামী দিনে যারা শাসন করবে তাদের জন্য পথ খুলে দিতে এসেছে। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার আপ্রাণ চেষ্টা করছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। ধর্মের নামে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে,উপাসনালয়ে হামলা চালায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।


ঠিকানা/এএস 

কমেন্ট বক্স