Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

চড়ুই পাখির দুষ্টুমি

চড়ুই পাখির দুষ্টুমি





 
জানা হয়নি আসল কারণ
উড়ে এসে বাড়ায় ভিড়,
সকাল হলেই ঝগড়া লাগে
বরইগাছে চড়ুই পাখির।

ঘুম ভাঙাতে আসতে পারে
নির্দিষ্ট করে রেখে ক্ষণ,
পাশের ঘরে ঘুমন্ত খুকিকে
করতে আসে জ্বালাতন।

ভীষণ রাগে বিছানা ছাড়ে
লাঠি নেয় খুকি হাতে,
উড়ন্ত দেখে পাখিগুলোর
দাঁত চাপে খুকি দাঁতে।

 

কমেন্ট বক্স