Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় জবিতে আনন্দ মিছিল

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় জবিতে আনন্দ মিছিল ছবি সংগৃহীত
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ক্যাম্পাসে জমায়েত হন শতাধিক শিক্ষার্থী।

পরে ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল নিয়ে রায়সাহেব মোড়, ভিক্টোরিয়া পার্ক হয়ে আবার ক্যাম্পাস ফিরে আসেন শিক্ষার্থীরা।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহাগ আহমেদ বলেন, প্রায় দুই হাজার শিক্ষার্থীকে শহীদ করায় একমাত্র দায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। এবার আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, ছাত্রলীগ তো সন্ত্রাসী, বর্বর  সংগঠন ছিল। তাদের থেকে অন্য ছাত্রসংগঠনেরও শিক্ষা নেওয়া উচিত। না হলে তারাও ভবিষ্যতে নিষিদ্ধ হবে।

এ সময় শিক্ষার্থীরা হৈ হৈ রৈ রৈ ছাত্রলীগ গেলি কই, আমার ভাইয়ের রক্ত বৃথা হতে দিব না, সাজিদ ভাইয়ের রক্ত বৃথা হতে দিব নাসহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্যা দিয়ে নিষিদ্ধ করেছে সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স