Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

অতুল সমর্পণ

অতুল সমর্পণ





 
বুকের কষ্ট নষ্ট সময় ছিলই তো ভিত গড়ে
বুকের অসুখ আজকে বিলীন আঁধার গেল সরে।

বুকের নদী উজানি ঢেউ ভাসিয়ে নেয় ক্রোধ
বুকের কান্না পান্না হাসির হয়ে ছড়ায় রোদ।

বুকের ভেতর জমা সকল আঁধার গেল টুটে
বুকের বাগান বৃক্ষজুড়ে প্রীতির গোলাপ ফুটে।

বুকের আকাশ উদার মায়া ছড়ায় নীলের ডানা
বুকের জলে সুখের সাঁতার করতেও নেই মানা।

বুকের খুশি ঝলক আলো দোল দিয়ে যায় ক্ষণে
বুকের প্রজাপতি রঙিন রং ছড়াল মনে।

বুকের দুপুর টাপুর টুপুর আনন্দ সুর ঝরে
বুকের আকুল তৃষ্ণা কলি ফোটে সাড়ম্বরে।

বুকের মাঠ আজ উচ্ছ্বসিত দীপ্ত আলোড়ন
বুকের অতল প্রণয় সুধার অতুল সমর্পণ!

 

কমেন্ট বক্স