Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

৩০০ ফুটে যৌথ বাহিনীর রাতভর অভিযান, প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায়

৩০০ ফুটে যৌথ বাহিনীর রাতভর অভিযান, প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায় ছবি : সংগৃহীত
রাজধানীর ৩০০ ফুট সড়কে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ অভিযানে ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া জরিমানা আদায় করা হয়েছে দুই লাখ ৭০ হাজার ৮০০ টাকা। গতকাল ১ নভেম্বর (শুক্রবার) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
আইএসপিআর জানায়, ১ নভেম্বর রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন গাড়িচালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুতগতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ ৩০০ ফুট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে।

এ ছাড়া এ সময় চারটি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স