নজিরবিহীন বন্যায় বিধ্বস্ত স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চল পরিদর্শনের সময় বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হয়েছেন দেশটির রাজা ষষ্ঠ ফিলিপ। ভিডিও ফুটেজে দেখা যায়, ক্ষুব্ধ জনতা রাজার দিকে 'খুনি' ও 'লজ্জা লজ্জা' বলে চিৎকার করছে। কিছু বিক্ষোভকারী রাজার দিকে কাদাও নিক্ষেপ করে।
কয়েক দশকের মধ্যে স্পেনের সবচেয়ে ভয়াবহ বন্যায় বন্যায় দুই শতাধিক মানুষ মারা গেছে, নিখোঁজ রয়েছে আরও অনেকে। পুরো ভ্যালেন্সিয়া এলাকা কাদায় ঢেকে গেছে। ভেসে গেছে বহু গাড়ি। জরুরি বিভাগের কর্মীরা জীবিতদের খুঁজে বের করা এবং মৃতদেহ উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে।
বন্যায় সতর্কতার অভাব এবং কর্তৃপক্ষের অপর্যাপ্ত সহায়তার কারণে ক্ষোভ দেখা দিয়েছে। রাজা ফিলিপ এবং রানী লেতিজিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত শহর পরিদর্শন করেছেন।
ফুটেজে দেখা যায়, রাজা একটি রাস্তা দিয়ে যাচ্ছেন আর জনতা চিৎকার করছে ও স্লোগান দিচ্ছে। কিছু বিক্ষোভকারী রাজার দিকে কাদাও নিক্ষেপ করে।
ভ্যালেন্সিয়ায় সম্প্রতি একদিনেই ২৮ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে অনেকেই ভবনের বেসমেন্ট ও নিচের তলায় আটকা পড়েছে। জরুরি সেবা বিভাগ বলছে, যারা নিখোঁজ রয়েছেন তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমছে।
ঠিকানা/এএস