Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

ম্যারাথনে অংশ  নিলেন এলি

ম্যারাথনে অংশ  নিলেন এলি নিউইয়র্ক ম্যারাথনে অংশ নেন এলি। 





 
প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসাবে নিউইয়র্ক ম্যারাথনে অংশ নিয়েছেন এলি পাল। গত ৩ নভেম্বর রোববার অনুষ্ঠিত ম্যারাথন তিনি সফলভাবে শেষ করেন। 
২৬ দশমিক ২ মাইলের এ ম্যারাথন শুরু হয় সকাল ৯টায় স্টাটেন আইল্যান্ডে এবং শেষ হয় বিকাল সাড়ে ৪টায় সেন্ট্রাল পার্কে  টেভার্ন অন দি গ্রিন রেস্তোরাঁর পাশে। 
ম্যারাথনে অংশ নিতে এলি গত এক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন। প্রথম বাংলাদেশি নারী হিসাবে তিনি সাফল্যের সাথে তা শেষ করেন।
এলি তিন সন্তানের জননী এবং একজন সফল গ্যাস্ট্রোএন্টারোলোজিস্ট। ইতিপূর্বে ২০২২ সালের অক্টোবরে এলি ‘হাফ ম্যারাথন’ অর্থাৎ ১৩ দশমিক ১ মাইল দৌড়ে সফলভাবে অংশ নিয়েছেন। 
এলি তার প্রয়াত দাদা ডা. কনিস্ক পাল স্মরণে এ কঠিন ম্যারাথনে অংশ নেন। তিনি বাংলাদেশ পূজা সমিতির উপদেষ্টা ডা. প্রদীপ পালের কন্যা। 

কমেন্ট বক্স